তুলিয়া নামের ঢেউ প্রেম প্লাবনেতে।
তুলিয়া নামের ঢেউ প্রেম প্লাবনেতে।
ধু'য়েমুছে নি'ব সব নাম প্রবাহেতে।।
শুদ্ধাচারী বীজমন্ত্রী, নামে জপে মালা।
একাএকা যেতে চায় সমুদ্রেতে ভেলা।
গুরুরূপে ব্যবসায়ী কানে দেয় মন্ত্র।
প্রাণহীন দেহ যেন জুড়ে অঙ্গে যন্ত্র।।
এসব সামান্য কূপ সব ডুবে যা'বে।
হরিপ্রেমে প্লাবনেতে জীব মুক্তি পাবে।।
শ্রীশ্রীহরি লীলামৃত, ঠাকুরনগর, ২০০৯, পৃষ্ঠা নং-৭৩