বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার
বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার। বিদ্যাধর্ম্ম, বিদ্যাকর্ম্ম, অন্য সব ছাড়।।
বাঁচ বা না বাঁচ, প্রাণে বিদ্যাশিক্ষা চাই। বিদ্যাহীন হ'লে বড় তার মূল্য নাই।।
-- গুরুচাঁদ ঠাকুর
মোর পিতা হরিচাঁদ গেছে বলে মোরে।
বিদ্যা শিক্ষা স্বজাতিকে দিতে ঘরে ঘরে।।
বিদ্যা বিনা সব বৃথা দেখ মনে ভেবে।
বিদ্যা পেলে ধন মান সব কিছু পাবে।।